মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
এসময় মাটির সাথে মিশে দেওয়া হয় নব নির্মিত পাকা বাড়ি। গতকাল সকাল এগারটায় চকরিয়া উপজেলার খুটাখালী অঙ্গিকার ফিল্ড নামক এলাকায় এ অভিযান চলে।
অভিযানে নেতৃত্বদানকারী ফুলছড়ি নবাগত রেঞ্জ কর্মকর্তা ও জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া মুঠোফোনে জানায়, বনভূমি দখল করে অবৈধ ভবণ নির্মাণের খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের আগে বিষয়টি উপরস্থ কর্মকর্তা ডিএফও, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করা হয়।
এসময় তাকে সার্বিক সহযোগিতা করেন বিট কর্মকর্তা আজমল হোসেন মন্ডল, নুঃহাশ চন্দ্র হাজং, মোঃ শাহ জাহানসহ সকল বনকর্মী ও ভিলেজারগণ। অভিযানকালে সিএমসি’র সভাপতি মাষ্টার আবুল হোসেন, সদস্য আক্তার কামাল ও সিপিজি সভাপতি আলী আকবর উপস্থিত ছিলেন।
বনভূমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকে কখনো প্রশ্রয় দেওয়া হবে না। ভূমিদস্যু যতই শক্তিধর হউক না কেন শক্তহাতে মোকাবেলা করা হবে বলে জানায় ফুলছড়ি রেঞ্জের নবাগত এ রেঞ্জ কর্মকর্তা।