নেজাম উদ্দিন:
কক্সবাজার শহরের কলাতলী থেকে প্রতারণার অভিযোগে চিন্তা হরণ বিশ্বাস (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
বুধবার (২৮ মার্চ) বিকালে অভিযানে তাকে আটক করা হয়।
সে টাঙ্গাইল জেলার ফতেহপুর নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা মহেন্দ্র বিশ্বাসের ছেলে বলে পিবিআইকে জানিয়েছে।
পুলিশ বুরো ইনভেষ্টিগেশন (পিবিআই) এএসআই জহির জানান, গোয়ন্দা বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে কক্সবাজার শহর কলাতলীতে বিভিন্ন হোটেলে অবস্থান করছিল। এ সময় সে বিভিন্ন লোককে চাকরীর প্রলোভনে ফেলে টাকা হাতিয়ে নেয়।
অবশেষে গোপন সংবাদে তাকে আটক করা হয়। প্রতারক চিন্তা হরণ বিশ্বাসকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
পিবিআই এর এএসআই জহির এর নেতৃত্বে অভিযানে ছিলেন মোঃ কামরুল আহসান ও সুবেন দেব।
কক্সবাজার সদর থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার অটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন।
চাকুরীর প্রলোভনে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যুবক আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।