পিবিডি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দূনীর্তি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দীজীবন কাটাচ্ছেন। তার আইনজীবীরা দাবি করেছেন, শারীরিকভাবে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। তার অসুস্থতা গোপন করা হয়েছে। অথচ তার সুচিকিৎসার প্রয়োজন।

বুধবার (২৮ মার্চ) বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত থেকে বের হয়ে বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা এসব কথা বলেন।

খালেদা জিয়া অসুস্থ দাবি করে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আজ মামলার তারিখ ধার্য ছিল। খালেদা জিয়াকে আজ আদালতে আনা হয়নি।আমরা দেখেছি খালেদা জিয়া অসুস্থ। তার অসুস্থতা নিয়ে আমরা খুব চিন্তিত। কারণ, আমরা জানতে পারছি উনার শারীরিক অবস্থা এখন কেমন! কারা কর্তৃপক্ষ এ বিষয়ে পরিস্কার করে কিছু বলছেন না।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া কী রোগে ভুগছেন, তিনি কেন এলেন না—সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রপক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু লেখা আছে, খালেদা জিয়া জেলে অসুস্থ। এই মামলার আগামী তারিখ ধার্য করেছে ৫ এপ্রিল।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির না করার কারণ জানতে চাইলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, ‘আজকে অন্য আসামিরা উপস্থিত ছিলেন। কিন্তু খালেদা জিয়াকে জেল কর্তৃপক্ষ আদালতে হাজির না করায় মামলার নতুন তারিখ হয়েছে। আশা করছি, আগামী ৫ এপ্রিল থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের বাকি কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পারব।’

তিনি আরও বলেন, ‘কারা কর্তৃপক্ষ হাজির না করার কারণ অনেক রকম থাকতে পারে। আমরা গত তারিখেও তাঁকে পাইনি। উনি জেল কাস্টডিতে আছেন। কাস্টডিতে থাকাকালে তাঁর দেখভাল করার দায়িত্ব কারা কর্তৃপক্ষের। কারা কর্তৃপক্ষ যদি হাজির না করে, এখানে তো আমাদের বলার কিছু নেই।’

খালেদা জিয়া অসুস্থ, বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের এই দাবি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে দুদকের এই আইনজীবী বলেন, এ বিষয়ে আমরা অবগত নই। আদালতকে কারা কর্তৃপক্ষ কী ব্যাখ্যা দিয়েছে আমি জানি না।’