আবদুর রাজ্জাক:
র্যাব-৭’র সদস্যরা চট্টগ্রামের পাহাড়তলি এ কে খান এলাকায় অভিযান চালিয়ে ০৫ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা, ২৫ হাজার টাকা ও ৭০ হাজার টাকার ১ টি চেকসহ মোঃ মোবারক (৩৬) এবং মোঃ সালমান (২৩) নামের কক্সবাজারের ২ জন মাদক ব্যাবসায়ী আটক করেছে। বুধবার (২৮ মার্চ) মধ্যরাত ০০১০ ঘটিকার সময় র্যাব ৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলি থানাধীন এ কে খান এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, টাকা ও চেকসহ এই দুই সহোদরকে আটক করে।
আটককৃতরা হলেন, মোবারক (৩৬) এবং মোঃ সালমান (২৩) উভয় পিতাঃ হাজী মোঃ ইসহাক, গ্রামঃ বিজিবি ক্যাম্প,থানা+জেলাঃ কক্সবাজার।র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান(পিপিএম) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, গোপন সংবাদের মাধ্যমে র্যাব ৭ জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে বিপুল পরিমান ইয়াবা নিয়ে ঢাকার পথে রওনা হবে।উক্ত তথ্যের ভিত্তিতে ২৮/০৩/১৮ ইং তারিখ মধ্যরাত ০০১০ ঘটিকার সময় র্যাব ৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলি থানাধীন এ কে খান এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী করতে থাকে।এ সময় মোঃ মোবারক (৩৬) এবং মোঃ সালমান (২৩) এর গতিবিধী সন্দেজনক হলে র্যাব সদস্যরা তাদের আটক করে।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১,০০,০০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৫,০০০ টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের ৭০,০০০ হাজার টাকার চেক উদ্ধারসহ উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা উক্ত ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে নিয়ে ঢাকা যাচ্ছিল।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ০৫ কোটি টাকা।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে র্যাব সূত্রে প্রকাশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।