বিশেষ প্রতিবেদক:

রাত পোহালেই দীর্ঘ প্রতিক্ষার কক্সবাজার যুবলীগের সম্মেলন। সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে কক্সবাজারে যুবলীগের টান টান উত্তেজনা বিরাজ করছে। কালকে সম্মেলনকে ঘিরে পুরো কক্সবাজারের চোখ কাউন্সিল অধিবেশনের দিকে। কক্সবাজার জেলা যুবলীগের নতুন নেতৃত্ব আসার প্রতিযোগিতা সভাপতি হিসেবে সোহেল আহম্মদ বাহাদুর অনেকটাই এগিয়ে। কাউন্সিল হলে তার জয়ের সম্ভাবনা শতভাগ। তবে সাধারন সম্পাদক পদে দুই শক্তিশালী প্রার্থী শহিদুল হক সোহেল ও শোয়েব ইফতেখারের মধ্যে শক্ত প্রতিদন্ধিতা হবে। কক্সবাজারে জেলা যুবলীগের যুবলীগের কাউন্সিলে এখন একমাত্র ফেক্টর হয়ে দাড়িয়েছে সাধারন সম্পাদক প্রার্থী শোয়েব ইফতেখার। গতকাল রাত পর্যন্ত শোয়েব ইফতেখারের সাথে দফায় দফায় মিটিং করে সমঝোতার চেষ্টা করেছেন কক্সবাজারের শীর্ষ নেতারা। তবে কাউন্সিলার ও তৃনমূলেরর নেতাকর্মীদের দাবির মুখে শোয়েব ইফতেখার কোন ধরনের সমঝোতা নাকরে মাঠে রয়েছেন। কক্সবাজার শহর যুবলীগের আহবায়ক শোয়েব ইফতেখার দীর্ঘদিন ধরে রাজপথে থেকে যুবলীগকে সু সংগঠিত করেছেন। দীর্ঘদিন ধরে জেলা যুবলীগকে সু সংগঠিত করেছেন। কক্সবাজারের জেলা যুবলীগের অধিকাংশ কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রেখেছেন তিনি। তৃনমূল ও কাউন্সিলারদের সাথেও তার সু সম্পর্ক রয়েছে। সুস্ঠ ভাবে কাউন্সিল হলে শোয়েব ইফতেখারের তার জয়ের সম্ভানা বেশি বলে মনে করছেন তৃনমূলের নেতাকর্মীরা। শোয়েব ইফতেখার বলেছেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদের জন্য তিনি দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছেন। প্রতিটি উপজেলা ও পৌরসভার নেতাকর্মদের সাথে তার দীর্ঘ দিনের সুসম্পর্ক। কাউন্সিলারদের উপর তার আস্থা আছে। যদি সুস্ঠ ভাবে কাউন্সিল হয় তাহলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদি। কর্মীবান্ধব এই যুবলীগ নেতার দিকেই ঝোক অধিকাংশ কাউন্সিলার।