বেলাল অাহমেদ:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হলো বালি ভাস্কর্য ও চিত্র প্রদর্শনী -৪ ‘মানবতার জন্য শিল্প।’

কক্সবাজার আর্ট ক্লাব ও চট্টগ্রাম চারুশিল্পী কল্যান সংস্থার যৌথ আয়োজনে প্রদর্শনী উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা (যুগ্ম-সচিব) মোহাম্মদ আবুল কালাম।

উপস্থিত ছিলেন শিল্পী আহমেদ নেওয়াজ, শিল্পী রনি বড়ুয়া, শিল্পী বিজন মজুমদার, শিল্পী অধ্যাপক উত্তম কুমার, শিল্পী সুজা উদ্দিন চৌধুরী, শিল্পী আহমেদ সাফা, শিল্পী সাইফুল ইসলাম, শিল্পী সোবরানা।

এছাড়া ভাস্কর্য ও চিত্র প্রদর্শনীতে চট্টগ্রাম ও ঢাকার অন্তত ৩০ চিত্রশিল্পী অংশ গ্রহণ করে। উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

সমুদ্রতটের এ আয়োজনে প্রায় ৩০০ চিত্রকর্ম প্রদর্শিত হয়। বালি ভাস্কর্যে শিল্পীরা ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে এদেশের মানুষের উপর পাক হানাদার বাহিনীর বর্বরতার চিত্র ফুটিয়ে তুলেন। শিল্পীরা ২৫ মার্চের বর্বরতাকে গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবি জানান।

আয়োজন সমন্বয়কারী হিসেবে ছিলেন কক্সবাজার আর্ট ক্লাবের আহবায়ক শিল্পী তানবীর সরোওয়ার রানা, রিয়াজুল কবির বিবন, রবিউল ইসলাম শাহেদ প্রমুখ।