ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী:
মহেশখালী বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ কলেজ প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ সদস্য অাশেক উল্লাহ রফিক।
তিনি বলেছেন, বর্তমান শিক্ষাবান্ধব অাওয়ামীলীগ সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত করেছে। তাদুপরি নারী শিক্ষাকে অারো বেশী গুরুত্ব দেয়ায় প্রত্যন্ত দ্বীপ উপজেলার এই বঙ্গবন্ধু মহিলা কলেজকে জাতীয় করণের অন্তর্ভূক্ত করেছেন।
এমপি আশেক উল্লাহ রফিক মহেশখালীর নারী শিক্ষার একমাত্র বাহন বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ এর ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধান অতিথি ছিলেন।
কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরওয়ার কামাল মঞ্জু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, প্রধান বক্তা ছিলেন কলেজ গভর্ণিং বড়ির সভাপতি ও ককস বাজার জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল কালাম, মহেশখালী থানার অফিসার ইনচাজ প্রদীপ কুমার দাস,পৌর মেয়র অালহাজ্ব মকসুদ মিয়া,
মহেশখালী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অালহাজ্ব জসিম উদ্দিন, এইচ এস সি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক পৃথ্বিরাজ শাহা,হল সুপার অধ্যাপক অাশিষ চক্রবর্তী, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যাপক মো: ইউনুচ,অধ্যাপক মকসুদ অাহমদ, কলেজ গভর্ণিং বড়ির সদস্য ও বড়মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির অাজাদ, সাবেক অভিভাবক সদস্য সাংবাদিক ফরিদুল অালম দেওয়ান ও সঞ্চালক অধ্যাপিকা হোসনে অারা বেগম প্রমুখ।