মো: আকতার হোছাইন কুতুবী ॥
কুতুবদিয়া মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, কুতুবদিয়া কলেজের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার অন্যতম সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির ও কুতুবদিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান, জাতীয় ম্যাগাজিন জাতির আলোর সম্পাদকম-লীর উপদেষ্টা, জননেতা এড. ফরিদুল ইসলাম চৌধুরী বলেছেন, কুতুবদিয়া মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীরা বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়া উপজেলার জন্য আলোকবর্তিকা বয়ে আনবে।
গতকাল মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কলেজ প্রাঙ্গণে ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতাম-লীর সদস্য, কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আখ্তারুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা শফিউল আলম কুতুবী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, কলেজের অধ্যক্ষ এফ.এম. নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ চৌধুরী, শেখ শহিদুল হক লালা, ফরিদ উদ্দিন তালুকদার, শাহজাহান সিকদার, কলেজ শিক্ষক মাহমুদুল করিম, নজরুল ইসলাম, মো: ওসমান গণি, আব্দুল খালেক, শিরিন জান্নাত, মো: সাইফুদ্দিন। ছাত্রীদের মধ্যে প্রথম বর্ষের আয়েশা আকতার, দ্বিতীয় বর্ষের জেমী আকতার বক্তব্য রাখেন। মহান স্বাধীনতা দিবসে আলোচনায় বক্তারা ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। কলেজের ছাত্রীদের মানোন্নয়নের জন্য ও খেলাধুলায় উৎকর্ষ সাধনকল্পে আগামীতে আরো বৃহৎ আকারে করার জন্য সভায় মতামত ব্যক্ত করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।