সংবাদ বিজ্ঞপ্তি:
৪৭ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজে বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদ্যাপিত হয়। ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচী সূচনা হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হয় “প্রচলিত শিক্ষাব্যবস্থার গলদই নকল প্রবণতা বৃদ্ধির প্রধান কারণ” শীর্ষক অন্ত: শ্রেণি বিতর্ক প্রতিযোগিতা। বিতার্কিকদেরকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে দু’টি দলে বিভক্ত করা হয়। সকাল ১১টায় শুরু হয় শুদ্ধসূরে জাতীয় সংগীত প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় স্বাধীনতার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা।
এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মুহাম্মদ সিরাজুল কবির, আসমাউল হুসনা, নজরুল ইসলাম, এএএম সিরাজুল ইসলাম, মুহাম্মদ রুহুল আমিন, শাহজাহান চৌধুরী, বায়তুর রহিম, সালাহউদ্দিন, মারিয়া জেবিনসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।