শাহজালাল শাহেদ, চকরিয়া:

“পানির জন্য প্রকৃতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার ২৭মার্চ চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ^ পানি দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আতিক উল্লাহ, সনাক সভাপতি অধ্যাপক এ.কে.এম শাহাবুদ্দিন, সনাক-টিআইবির নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ স্বতঃফূর্ত অংশগ্রহণ করেন।

র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আতিক উল্লাহ।

সভায় বক্তব্য রাখেন চকরিয়া পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহেদুল ইসলাম, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ, স্বজন সদস্য এ.কে.এম. রিদুয়ানুল হক ও টিআইবির এরিয়া ম্যানেজার এ.জি.এম জাহাঙ্গীর আলম।

দিবসের ধারণাপত্র পাঠ করেন স্বজন সদস্য মোঃ জিল্লুর রহমান এবং দিবসটি পালনে সার্বিক সহযোগিতায় ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়া।