এম আবুহেনা সাগর, ঈদগাঁও
ককসবাজার সদর উপজেলার ঈদগাঁওতে তৃতীয়বারের মত ঝাঁকজমকপূর্ন পরিবেশে তিনদিন ব্যাপী বইমেলার আনুষ্টানিক উদ্বোধন হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী চক্তরে ফ্রেন্ডস এ ওয়ান এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন- ককসবাজারের কবি কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- জালালাবাদ ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদ।
উপস্থিত ছিলেন -ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোজাম্মেল হক ফরাজী,কবি আবু নাছের ভুট্রো, রাজনীবিদ এডভোকেট একরামুল হুদা, কবি তৌহিদা আজিম।
অনুষ্ঠানের পরপরেই ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অসংখ্য ছাত্রছাত্রী,কবি সাহিত্যিক,সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সংগঠনের সদস্যদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিদিন বিকেলে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে বলে আয়োজক কমিটির প্রধান জানান । উক্ত বইমেলায় প্রায় ডজনাধিকটির মত ষ্টল বসে।
ঈদগাঁওতে তিনদিন ব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।