ফারুক আহমদ,উখিয়া :
উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অর্ধডজন মামলার পলাতক আসামী শফিউল আলম (৩২) কে আটক করেছে। সোমবার (২৬ মার্চ) সকালে সোনার পাড়া বাজার হতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া মোনাফ মার্কেট এলাকার মৃত মছন আলীর পুত্র।
জানা যায়, ইনানী পুলিশ ফাঁড়ীর এসআই সেলিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকে আটক করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে নাশকতা, গাড়িভাংচুর, চাদাবাজী, সরকারী গাছ কর্তন সহ অর্ধডজন মামলা রয়েছে। মামলা নং হচ্ছে যথাক্রমে সিআর ৭৯,৬০,৫১, জিআর ৫২ ও ১৬৫৭। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারী জারি করে।
এদিকে তিনি দীর্ঘদিন ধরে অর্ধডজন মামলা মাথায় নিয়ে পলাতক ছিল। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।