প্রেস বিজ্ঞপ্তি:
মহেশখালী উপজেলার অন্যতম সেরা ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোয়ানক বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয়েছে। সকালে বিদ্যালয়ের শহীদ মিনারের পুষ্পমাধ্য অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচীর শুভ সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণের এক বিশাল র্যালী বিদ্যালয় প্রাঙ্গন থেকে প্রধান সড়ক হয়ে হোয়ানক টাইমবাজার মাঠ প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে সমবেত।
র্যালীর পরে বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর কাসেম চৌধুরী, হোয়ানক কলেজের অধ্যাপক সরওয়ার কামালসহ আরো অনেকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।