চকরিয়া প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। প্রেস ক্লাব সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সনাক চকরিয়ার সদস্য মোঃ জিয়া উদ্দিন, সাবেক ছাত্রনেতা আলহাজ হায়দার আলী, প্রেস ক্লাবের সহসভাপতি জহিরুল আলম সাগর, ক্রীড়া সম্পাদক জামাল হোসাইন, নির্বাহী সদস্য এম মনছুর আলম, অলি উল্লাহ রনি, শাহজালাল শাহেদ, স্বাধীন মঞ্চের সমন্বয়ক ও কালের কন্ঠ শুভ সংঘের সম্পাদক আবুল মসরুর আহমেদ ও পিস ফাইন্ডারের প্রতিষ্টাতা আদনান রামীমসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।