প্রেস বিজ্ঞপ্তি:
২৫ মার্চ কালোরাত্রী গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ। ২৫মার্চ সন্ধ্যা ছয়টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যার উপর প্রামন্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, ব্লেক আউট কর্মসূচী ও মোম বাতি প্রজ্ঝলন কর্মসুচী পালন করা হয়েছে। পরে একটি আলোর মিছিল বের করা হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উজ্জল করের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড.সিরাজুল মোস্তফা, প্রধান বক্তা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, রেজাউল করিম, পৌর আওয়ামী লীগ নেতা ডাঃ পরিমল দাশ, রফিক মাহামুদ, রিদুয়ান আলী,হাবিব উল্লাহ, মিজানুর রহমান।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, আজ জাতীয় গণহত্যা দিবস, মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। বর্তমান প্রজন্ম যেভাবে এই দিনটি পালন করছে তাতেই লক্ষ্য করা যায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর একটি স্বপ্নের শোনার বাংলাদেশের ধারপ্রান্তে পৌছে গেছি আমরা।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে স্বপ্নের শোনার বাংলাদেশ এখন বেশী দূরে নয়। আমরা বঙ্গবন্ধুর শোনার বাংলাদেশের খুভ কাছাকাছি পৌছে গেছি। আমাদের সতর্ক থাকতে হবে। নইলে রাজাকারদের দূসররা আবারও মাথাছাড়া দিয়ে উঠতে পারে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এড. আমজাদ হোসেন, এড. মোঃ ইসহাক, নুরুল আবছার, এড.রনজিদ দাশ, এড. ফরিদুল আলম, এড.সুলতানুল আলম, ইউনুস বাঙ্গালী, কাজি মোস্তাক আহমদ শামিম, এম এ মনঞ্জুর, জি এম কাসেম, আলম, আবু তাহের আজাদ, হেলাল উদ্দিন কবির, পৌর আওয়ামী লীগ নেতা হাজি এনামুল হক, আসিফুল মওলা, সাইফুল ইসলাম চৌধুরী, নাজমুল হোসাইন নাজিম, সেলিম নেওয়াজ, এ বি ছিদ্দিক খোকন, শুভ দত্ত বড়ুয়া, নুর মোহাম্মদ, ওয়াহিদ মুরাদ সুমন, উসমান গনি টুলু, জাফর আলম, মেজবাহ উদ্দিন কবির, আবদুল্লাহ আল মাসুদ আজাদ, আজিমুল হক আজিম, আহমদ উল্লাহ, আবদুল মজিদ, খোরশেদ আলম রুবেল, সুমন, সালাউদ্দিন, জাফর আলম, মোঃ ইলিয়াছ, আমির উদ্দিন প্রমূখ।