সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল হামিদ সড়কের আনুষ্ঠিক শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ মার্চ বিকেল ৩ টার দিকে প্রধান সড়ক সংলগ্ন চৌচুলামুরা চারা বটগাছতলা হতে ভারিংগ্যা সুইচ গেইট পর্যন্ত আব্দুল হামিদ সড়ক নামকরণ করার পাশাপাশি সড়কটি প্রসারণ ও পিসসহ উন্নতমানের করে সংস্কার করার ঘোষনা দেন সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ভারুয়াখালী ইউনিয়ন সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামাল উদ্দীন, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল হামিদের প্রথম পুত্র হেলাল উদ্দীন, ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, এড. নুরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল হুদা মেহেদী, ভারুয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল হক সিকদার ও সাধারণ সম্পাদক আবু তৈয়ব, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, নুরুল আমিন, সাঈদ মো. বাদশা, আকাশ, মো. ওসমান, মো. শফি, শওকত আলী, রাজিবুল হক রাজু, আরফাত, জাফর আলম, জহিরুল ইসলাম ও সলিম উদ্দীনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন চৌচুলামুরা জামে মসজিদের পেশ ঈমাম।
ভারুয়াখালীতে মরহুম আব্দুল হামিদ সড়ক উদ্বোধন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।