আবুল আলী, টেকনাফ:
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করায় টেকনাফে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে টেকনাফ মডেল থানা পুলিশের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা পুলিশ দপ্তরের সম্মেলন কক্ষে ওসি রনজিত কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়। প্রধান অতিথি জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলী, ইউএনও মো. রবিউল হাসান, পৌর মেয়র মো. ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর ও কমিউনিটি পুলিশিংয়ের উপজেলা সভাপতি নুরুল হুদা প্রমূখ।
এর আগে একটি বিশাল শোভাযাত্রা বাদ্যযন্ত্রসহ টেকনাফ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় এসে শেষ করা হয়। এতে আওয়ামীলীগ, স্কুলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার সবস্তরের মানুষ অংশ গ্রহণ করা হয়।
জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন ঐতিহাসিক সাফল্যে। এ সাফল্য অন্য কারো ধারা সম্ভব হয়নি। একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার শাসনামলে সম্ভব হয়েছে। আজ দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বার বার দরকার শেখ হাসিনার সরকার।