ডেস্ক নিউজ:
‘বয়স হলেও আমার মাথা ঠিক আছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেছেন, আমরা নির্বাচনের রূপরেখা দিয়েছি। যারা আমরা সংসদে আছি, তাদের নিয়ে ছোট মন্ত্রীসভা গঠন করতে হবে। আমরা নিজেদের কাজ করবো। নির্বাচন পরিচালনা করবে কমিশন। সেখানে আমরা হস্তক্ষেপ করবো না। আমি সব কথা বলেছি, বয়স হয়েছে, মাথা ঠিক আছে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘আজকের সমাবেশকে কী বলবো? জনসমাবেশ? জনসমুদ্র? মহাসমুদ্র? আমার হৃদয় আজ কানায় কানায় পূর্ণ। মানুষ আমার কাছে বার্তা চায়। কী বার্তা দেবো? প্রথম বার্তা, আমরা ইতিহাস সৃষ্টি করবো। আগামীতে সুষ্ঠু নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করবো।’
তিনি বলেন, ‘আজকে দেশে নিরাপত্তা নেই। আমরা ক্ষমতায় গেলে নিরাপত্তা দেবো। আমরা জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘২৫ বছর আমরা ক্ষমতায় নেই। ২৫ বছর এই দুই দল ক্ষমতায় ছিল। ২৫ বছরে এই দুই দল জনগণকে কী দিয়েছে? কিছুই দিতে পারে নাই। শুধু বড় বড় কথা।’
media
তিনি বলেন, ‘গতকাল নাকি আমরা উন্নয়নশীল দেশ হয়েছি। শুধু ঢাকায় চাকচিক্য। ঢাকার বাইরে যান, দেখেন মানুষ কীভাবে জীবন-যাপন করে। কর্মসংস্থান নেই। মানুষের মনে শান্তি নেই। আমরা শান্তি আনতে চাই।’
শিক্ষামন্ত্রীর সমালোচনা করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, শিক্ষায় পচঁন ধরেছে। শিক্ষা গোল্লায় গেছে। যে শিক্ষামন্ত্রী বলেন- ঘুষ কম খান, তিনি এখনো মন্ত্রী থাকেন। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আগে পাশ করা কঠিন ছিল, এখন ফেল করা কঠিন। সবাইকে (পরীক্ষক) বলা হয় খাতায় লেখা না থাকলেও নাম্বার দিতে হবে।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনবো। শাসনব্যবস্থায় পরিবর্তন আনবো। প্রশাসনে আমরা পরিবর্তন আনবো।
এরশাদ বলেন, ব্যাংকে কোনো টাকা নেই, সব লুটপাট হয়ে গেছে। সেগুলোর কোনো বিচার নেই। আমরা ক্ষমতায় গেলে এই লুটপাটের বিচার করবো।
তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সুস্পষ্ট নির্বাচনী রূপরেখা দিয়েছি। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।