কক্সবাজার সাহিত্য একাডেমীর আলোচনা সভা

বার্তা পরিবেশক

‘সময় ঘড়ি’ গল্পগ্রন্থের মাধ্যমে কক্সবাজার সাহিত্য একামেডীর নির্বাহী সদস্য, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার সোহেল ইকবাল ‘গল্পকার’ হিসেবে নিজের আসন পাকাপোক্ত করেছেন। কক্সবাজার জেলায় কবিতা লেখার মানুষের অভাব নেই, ছড়া লেখার মানুষের অভাব নেই, প্রবন্ধ লেখার মানুষের অভাব নেই। কিন্তু গল্প লেখার ক্ষেত্রে শূন্যতা ছিলো। সোহেল ইকবাল সেই শূন্যতা পূরণ করতে সক্ষম হয়েছেন।

একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে ২৩ মার্চ ২০১৮ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত একাডেমীর ৪১০তম পাক্ষিক সাহিত্য সভায় সাম্প্রতিক সময়ে প্রকাশিত ‘সময় ঘড়ি’র উপর আলোচনায় বক্তাগণ এসব কথা বলেন।

একাডেমীর সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ বলেন, সময় ঘড়ি গল্পকার সোহেল ইকবালের তৃতীয় গল্পগ্রন্থ। এই গল্পগ্রন্থের মাধ্যমে সোহেল ইকবাল তার অবস্থানকে অনেক উপরে তুলে ধরতে সক্ষম হয়েছেন। প্রান্তিক জেলা শহরে বসেও যে জাতীয় মানের সাহিত্য চর্চা করা সম্ভব তা সোহেল ইকবাল প্রমাণ করেছেন।

সময় ঘড়ি গল্পগ্রন্থের উপর আলোচনা করেন যথাক্রমে- একাডেমীর স্থায়ী পরিষদের চেয়ারম্যান কবি-এডভোকেট সুলতান আহমদ, মূল্যায়ন সম্পাদক-কবি অমিত চৌধুরী, একাডেমীর জীবন সদস্য সিনিয়র এডভোকেট শামসুল আলম কুতুবী, একাডেমীর স্থায়ী পরিষদের সদস্য গবেষক নূরুল আজিজ চৌধুরী, একাডেমীর সহ-সভাপতি, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন, একাডেমীর স্থায়ী পরিষদের সদস্য কবি-অধ্যাপক দিলওয়ার চৌধুরী, একাডেমীর জীবন সদস্য কবি মনজুরুল ইসলাম, লেখক এডভোকেট নুরুল হক, একাডেমীর অর্থ সম্পাদক কবি মোহাম্মদ

সোহেল ইকবাল , গল্পকার

আমিরুদ্দীন, একাডেমীর স্থায়ী পরিষদ সদস্য কবি হাসিনা চৌধুরী লিলি, একাডেমীর জীবন সদস্য কবি মোহাম্মদ আবুল কাসেম, কবি এডভোকেট নুর মোহাম্মদ, কবি-আবৃত্তিকার তৌহিদা আজিম, একাডেমীর নির্বাহী সদস্য ছড়াকার নুরুল আলম হেলালী, একাডেমীর নির্বাহী সদস্য নাইক্ষ্যংছড়ি হাজী আবুল কালাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হাসান আহমদ সোবহানী, একাডেমীর নির্বাহী সদস্য কল্লোল দে চৌধুরী, কবি-শিক্ষক জোৎস্না ইকবাল। নির্বাণ পাল সময় ঘড়ি গল্পগ্রন্থ থেকে একটি গল্প পাঠ করেন।

সর্বশেষ গল্পকার সোহেল ইকবাল তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য পেশ করেন।

কক্সবাজার সাহিত্য একাডেমীর ৪১১ তম পাক্ষিক সাহিত্যসভা আগামী ৬ মার্চ ২০১৮, শুক্রবার বিকাল ৪ টায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সাহিত্য সভায় কবি মনজুরুল ইসলামের সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থের উপর আলোচনা করা হবে। উক্ত অনুষ্ঠানে একাডেমীর সংশ্লিষ্ট সকলসহ জেলার কবি-সাহিত্যিক, সাহিত্যামোদিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল আহবান জানিয়েছেন।