প্রেস বিজ্ঞপ্তি :

গত ২২ মার্চ হতে ২৩ মার্চ  পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ কাম রুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোঃ খায়রুজ্জামান, এসআই আতিকুর রহমান, এসআই মোঃ খালেদ, এসআই দেবব্রত রায়, এসআই মোঃ জামাল হোসেন, এএসআই আনোয়ার হোসেন, এএসআই দেলোয়ার হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ০১। দিদার আলম, পিতা- মোঃ শামসু, সাং- পশ্চিম হলদিয়াপালং, মরিচ্যা পালং, থানা- উখিয়া, ০২। মিজানুর রহমান, পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং- তারাবনিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, ০৩। মোঃ রফিক, পিতা- মৃত নুর ইসলাম, সাং- বৈদ্যের ঘোনা, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, ০৪। আবুল কালাম, পিতা- নুর মোহাম্মদ, সাং- বৈল্যা পাড়া, হারবাং, থানা- চকরিয়া, ০৫। মোঃ জাবেদ, পিতা- মোঃ সেলিম, সাং- সানি বীচ ইন্টারন্যাশনাল স্কুল, বাহারছড়া, কক্সবাজার পৌরসভা, ০৬। আবুল, পিতা- শামসুল আলম @ শমসু মিস্ত্রী, সাং- লাইট হাউজ পাড়া, কলাতলী, থানা- কক্সবাজার সদর, ০৭। নুর হোসেন, পিতা- মৃত আবদুর রহমান, সাং- শাপলাপুর, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার, ০৮। মোঃ রবিউল আলম, পিতা- মৃত আঃ মতিন সাং- জাগিরা ঘোনা রড়মহেশখালী, জেলা- কক্সবাজার, ০৯। মোঃ রুবেল, পিতা- মোঃ সৈয়দ, সাং- কুতুবদিয়া, থানা- কুতুবদিয়া, ১০। আমান উল্লাহ, পিতা- মৃত আবুল সাং- মুন্সীরবিল, খুরুলিয়া, থানা ও জেলা- কক্সবাজার, ১১। আবুল কাশেম, পিতা-হাফেজ আজিজ উল্লাহ, চরজুবলি সুবণূচর, থানা- সুধারাম,নোয়াখালী, ১২। জাহাঙ্গীর আলম, পিতা- মৃত ছাবের আহম্মদ, সাং- এন্ডারসন রোড, থানা ও জেলা- কক্সবাজার, ১৩। আব্দুল মালেক, পিতা- ইউছুপ সওদাগর, পশ্চিম বাহারছড়া, থানা ও জেলা- কক্সবাজার, ১৪। কামাল হোসেন, পিতা- নুরুল আমিন, সাং- মামুন পাড়া, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার, ১৫। শাহাজাহান, পিতা- আব্দুল নবী, সাং- কুলিয়াপাড়া, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার, ১৬। আলী আহমদ, পিতা- রহুল হোসেন, সাং- মাইজ পাড়া, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার, ১৭। জানে আলম, পিতা- মৃত হাজী আবুল খায়ের, সাং- বাংলাবাজার, থানা ও জেলা- কক্সবাজার, ১৮। মোহসেনা, পিতা- শামছুল আলম, সাং- সমিতিপাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ১৯। পারভিন, পিতা- সিরাজ, সাং- চনমজিদ, থানা- লক্ষীপুর, জেলা- লক্ষীপুর, ২০। সালমা, পিতা- নুর আলম, কক্সবাজার উপজেলা, থানা ও জেলা- কক্সবাজার, ২১। সেলিনা আক্তার, স্বামী- রিয়াজ উদ্দিন, সাং- ভেওলা, থানা- চকরিয়া, ২২। ছেনুয়ারা, স্বামী- মোঃ রুবেল, সাং- সমিতি পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ২৩। ইয়াছমিন আক্তার, স্বামী- নুর হোসেন, সাং- শাপলাপুর, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে ।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং- চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।