সংবাদ বিজ্ঞপ্তি:
প্রতিবন্ধিতা বিষয়ে সিএসও এবং এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশান (ইপসা) এর আয়োজনে ২২ মার্চ সকালে রামু উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাঃ শাজাহান আলী।
তিনি বলেন, প্রতিবন্ধিদের অবহেলা নয়। সরকার তাদের স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনতে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। নানামুখি পদক্ষেপ নিচ্ছে। এক্ষেত্রে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কমর্কতা শিরিন ইসলাম।
প্রতিবন্ধিদের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন ইপসার কমর্কতা রেজাউল হক রিয়াদ।
সভা বাস্তবায়নে সহযোগিতা করেছে হিউম্যান রাইটস প্রোগ্রাম (এইচআরপি), ইউএনডিপি বাংলাদেশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।