সংবাদদাতা:
কক্সবাজার শহরের অন্যতম ক্রাইমজোন পূর্ব পাহাড়তলী ইছুলুরঘোনা এলাকায় দিন দুপুরে ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকাবাসীর মধ্যে ভীতি সঞ্চার হয়েছে।
শুক্রবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তবে, গুলি বর্ষণের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
নাম প্রচার না করার অনুরোধ জানিয়ে স্থানীয় এক মুদির দোকানী জানায়, শুক্রবার সকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবদুর রহিমের সাথে এলাকার এক যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ফাঁকা গুলি ছুঁড়ে আবদুর রহিম। গুলি শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে উঠে। এরপর সে স্থান ত্যাগ করে। অবশ্য পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে।
স্থানীয় সুত্র জানায়, আব্দুর রহিমের বিরুদ্ধে হত্যা চেষ্টা, ডাকাতি, ছিনতাইসহ অন্তত অর্ধডজন মামলা রয়েছে। তার সাথে রয়েছে আরো বেশ কয়েকজন দাগী অপরাধী। তাদের কারণে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। স্থানীয়রা এসব অপরাধীকে আইনের আওতায় আনার দাবী জানান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, অপরাধীদের কোন ছাড় নাই। সব অপরাধীদের বিরুদ্ধে পুলিশের জিরোটলারেন্স ভূমিকা রয়েছে। গুলি বর্ষণের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।