সংবাদ বিজ্ঞপ্তি ॥

স্বল্পোন্নত দেশের স্টাট্যাস হতে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে কক্সবাজার সিটি কলেজে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে কলেজের রিসোর্স ভবন মিলনায়তনে অধ্যক্ষ ক্যথিং অং এর সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন উদযাপনে সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম চৌধুরী। অধ্যাপক মঈনুল হাসান পলাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক,অধ্যাপক গোপাল দাশ,অধ্যাপক শাহানুর আক্তার,অধ্যাপক নুরুল ইসলাম,অধ্যাপক শহিদুল ইসলাম,অধ্যাপক হাশেম উদ্দীন,অধ্যাপক আবুল কালাম প্রমূখ।

সভায় বিশেষ অতিথি মোঃ শফিকুল ইসলাম চৌধুরী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি পেয়েছে। দেশের উন্নয়নে পর্যটনকে সর্বাধিক দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,বর্তমান সরকারের পর্যটন খাতে উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হতে কক্সবাজারে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের মতো ব্যতিক্রমধর্মী বিনিয়োগ করেছেন।

অধ্যক্ষ ক্যথিং অং তার বক্তব্যে বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়- এই দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে দিনব্যাপী সরকারের কর্মসূচি পালিত হয়েছে। তিনি আরো বলেন,অর্ধশত বছর আগে ‘তলাবিহীন ঝুড়ি’আখ্যা দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এক অভিশপ্ত তকমা দিয়েছিলেন বাংলাদেশকে। ভিক্ষা আর ভিখারির পরিচয় দিয়েই বিশ্ব মোড়লরা বাংলাদেশের রাজনীতি ও অভ্যন্তরীণ বিষয়ে নাকগলিয়ে আসছিল স্বাধীনতার পর থেকে। সেই ভিখারির অভিশাপ থেকে মুক্ত বাংলাদেশ। উন্নয়নের মর্যাদায় নতুন এক বাংলাদেশের পরিচয় মিলছে।