হারুনর রশিদ,মহেশখালী :

মহেশখালীতে ইউপি চেয়ারম্যান ও সচিব, পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসারদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত। ২২মার্চ সকাল ১১টার সময় মহেশখালী উপজেলার টিডিসি হলে ইউপি চেয়ারম্যান ও সচিব, পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসারদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহীম এর সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী – কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম,মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, জেলা আওয়ামীূলীগের উপদেষ্টা ডা:নুরুল আমিন, উপ-প্রকৌশলী হানিফ মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা নিরেন্দ্র চন্দ্র পাল,উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান,সচিব, সংরক্ষিত মহিলা ও পুরুষ সদস্যগণ উপস্থিত ছিলেন। মহেশখালী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব এর পরিচালনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালা অনুষ্টিত হয়। আলোচনা সভা শেষে অত্র কর্মশালার ট্রইনার মো: জসিম উদ্দীন ইউপি চেয়ারম্যান ও সচিব, পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসারদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।