গিয়াস উদ্দিন,ঈদগাও :

বাংলাদেশ নি¤œ আয় হতে নি¤œ মধ্য আয়ের দেশে উত্তরণ হওয়ায় জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ২২ মার্চ সকাল ১১টায় সদরের একমাত্র ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্টান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। “সবাই আমরা শিক্ষিত হবো,দেশকে উন্নত করতে এগিয়ে যাবো” – এ স্লোগান মুখরিত র‌্যালীটি বিদ্যালয় হতে শুরু হয়ে ঈদগাও বাস ষ্টেশন প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে শেষ হয়। এরপর শুরু হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। র‌্যালীতে অতিথি হিসেবে অংশগ্রহন করে ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের সহ:উপ-পরিদর্শক মো: জামাল, ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বান্ডি, ঈদগাও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী আবু হেনা বিশাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। র‌্যালীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সহ-প্রধান শিক্ষক মমতাজ সাঈদা আজিম, মিনুন্নাহার, হেলাল উদ্দিন, ছালেহা আক্তার, পারভীন আক্তার, নুর জাহান, ফরিদুল আলম, আহমদ কবির, রাজন আচার্য্য, মোস্তাফিজুর রহমান, সুপ্রিয়া পাল, কিশোর পাল, দেলোয়ার হোসেন রুবেলসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।