প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থভূমি উল্লেখ করে নবাগত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন-জেলায় সকল ধর্মের মানুষের সার্বিক সহযোগিতার মধ্যে দিয়ে সকলের সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যেতে চাই। জেলা প্রশাসক বলেন-বর্তমান সরকার সকল ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ তৈরি করেছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সাথে তাঁর নিজ কার্যালয়ে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি এডভোকেট দীপংকর বড়–য়া পিন্টু এবং সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করতে গেলে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন-জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা এডভোকেট দীলিপ ধর, এডভোকেট প্রতিভা দাশ, স্বপন গুহ, স্বদীপ শর্মা, রতন চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট লিপিকা পাল, সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরিমল কান্তি দাশ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বলরাম দাশ অনুপম, কক্সবাজার পৌর কমিটির সাধারণ সম্পাদক সাগর পাল সাজু, প্রদীপ শর্মা প্রমুখ। পরে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।