প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমৃসূচীর অংশ হিসাবে অদ্য ২১ মার্চ বিকাল ৪ ঘটিকার সময় জেলা বিএনপির কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মোঃ ইউনুছের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলার সভাপতি জননেতা শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক বি.এ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জিকু। প্রধান অতিথি তার বক্তব্য বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার হতে বঞ্চিত, দেশের এই ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকারের কারাগার থেকে মুক্তির জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন যতদিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হবে না তত দিন পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে। জেলা সভাপতি বলেন-স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার লগ্ন থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সবসময় এগিয়ে ছিল তারই ধারাবাহিকতায় দেশের এই দূর্যোগ মুর্হুতে আবারও প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হবে না ততদিন পর্যন্ত দেশের সর্বস্তরের জনগণকে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে। কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর অভিলম্বে মুক্তি দাবী করে। জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এতে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আবছার কামাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম, সদর ছাত্রদলের সভাপতি শাহিনুল কাদের লিমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক মুন্না, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুকুল, পৌর নেতা জরিপ আলী, আবছার, মোর্শেদ আলম, মোঃ সেলিম, রিপন, খোরশেদ। এতে উপস্থিত ছিলেন-সহ-সাংগঠনিক সম্পাদক হামিদুল হক, এড. রশিদ, সদস্য সচিব টেকনাফ স্বেচ্ছাসেবক দল, এড. নছরুল্লাহ, আবদুস শুক্কুর সাধারণ সম্পাদক প্রবাসী বিএনপি সৌদি আরব, জাহেদুল ইসলাম বাবু যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসী বিএনপি সৌদি আরব, মনির উদ্দিন সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড, মোহাম্মদ আলী সভাপতি ১০নং ওয়ার্ড, ফেরদৌস সাংগঠনিক সম্পাদক ১নং ওয়ার্ড, সাহেদুর রহমান সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ড, সাত্তার সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড, সাইফুল, শাহ আলম, সিফাত, আবদুল মান্নান, মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক ১০নং ওয়ার্ড, আবুল কাসেম, মোবারক, বাহাদুর, বদি আলম, শাহাবুদ্দিন ও স্বেচ্ছাসেবক দল পৌর নেতা জাফর আলম প্রমুখ।