সিবিএন:
শুধু ক্লিনিক-হাসপাতাল নয়, কক্সবাজার সাগরপাড়ে বেড়াতে আসা পর্যটকদের স্বাস্থ্যসেবা দেয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি স্থানীয়রাও এই সেবা পাচ্ছে।
বুধবার (২১ মার্চ) সকাল ৮ টায় সৈকতের লাবনী পয়েন্টে বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিকস পরীক্ষার মাধ্যমে ‘স্বাস্থ্যসেবা সপ্তাহ’ এর কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পরামর্শক প্রফেসর ডাক্তার বেনজির আহমদ, সিভিল সার্জন ডাক্তার আবদুস সালাম, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক ডাক্তার পিন্টু কান্তি ভট্টাচার্জ, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওচাফ্রু মার্মা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সদর) ডাক্তার জাহেদুল মোস্তফা, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী রফিকুল ইসলাম, নার্সিং ইন্সট্রাকটর ইনচার্জ করুণা বেপারী,অফিস সহকারী কাজি মো: করিম উল্লাহ প্রমুখ।
২০ মার্চ স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্টে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে।
একই সাথে জেলার স্বাস্থ্যসেবা ক্লিনিকগুলোতেও বিনামূল্যে এই সেবা দেওয়া হবে।