ছবিতে যাঁকে দেখতে পাচ্ছেন সম্মাননা ক্রেষ্ট নিচ্ছে এই বৃদ্ধ দাদুর নাম শুক্কুর ফকির। পেশায় ভিক্ষুক (আমার দৃষ্টিতে অসহায়দের জন্য চাঁদা তুলা দানশীল ভিক্ষুক) কক্সবাজার সদরে উনি নাকি ভিক্ষা করে বেড়ান। উনি ভিক্ষা করে যা রোজগার করেন, তার বড় অংশই উনি অসহায় মানুষ ও সুবিধা বঞ্চিত পথশিশুদের দান করে কিছু অংশ নিজের জন্য রাখেন। কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব-CBDC এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে গতকাল ১৯মার্চ’১৮ইং DOHAZARI BLOOD BANK পরিবারের প্রতিনিধি হিসেবে অামি Mainuddin Hasan,Junaid Saleh,Mirza Shahid ভাই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে গিয়েছিলাম। মনোমুগ্ধকর অনুষ্ঠানের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান পর্বে সম্মাননা ক্রেষ্ট প্রদানের জন্য যখন শুক্কুর ফকিরের নাম ঘোষনা করা হলো এবং তিনি কি কারনে সম্মাননা পাচ্ছেন তা শুনে আবেগআপ্লুত হয়ে মনের অজান্তে দু’চোখে কখন যে অশ্রু এসে গেলো বুঝতে পারিনি। উনাকে সম্মাননা প্রদানের সময় পুরো হল করতালিতে মুখড়িত হয়ে যায়। অনুষ্ঠানের অতিথি কক্সবাজার জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক নাজনিন সারওয়ার কাবেরি উনার হাতে ১০০০টাকা তুলে দেয়ার দৃশ্যটি এখনো চোখে ভাসে। এতো সুন্দর একটি আয়োজনে এমন একটি বিরল সম্মাননা স্বচক্ষে দেখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের DOHAZARI BLOOD BANK পরিবারকে অামন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব এডমিন গন্তব্যহীন পথচলা হালিম ভাইকে।
শুক্কুর ফকিরের মত বিশাল মনের অধিকারী লোকগুলো এখনো সমাজে অাছে বলেই মানবতা এখনো টিকে অাছে।
শুক্কুর ফকিরের মত এমন অনেক দানশীল ভিক্ষুক সমাজে ছড়িয়ে ছিটিয়ে অাছে। তাঁদের সবার প্রতি জানাই শ্রদ্ধা।

সংকলনে : আব্দুল্লাহ আল যোবাইর