বিশেষ সংবাদদাতা:
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী সহ ৬জনের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন এক সংবাদকর্মী।
মঙ্গলবার (২০মার্চ) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা (নং-২৭১) দায়ের করেন মোহাম্মদ ফারুক নামের এক সংবাদকর্মী। মামলাটি আমলে নিয়ে সিআইডি কক্সবাজারকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বাদী পক্ষের আইনজীবি এডভোকেট জামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার অপর আসামীরা হলেন, টইটং ইউনিয়ন পরিষদের দফাদার নুরুচ্ছবি, গ্রাম পুলিশ সদস্য আজিজুর রহমান, কামাল হোসেন, রেজাউল করিম ও পেন্ডার পাড়া এলাকার আব্দুল আলীর ছেলে নুর আহমদ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রাম পুলিশের মারধরে বৃদ্ধার মৃত্যু শীর্ষক সংবাদ পরিবেশনের জের ধরে সংবাদকর্মী মোহাম্মদ ফারুককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত ১৯জানুয়ারি দুপুরে পেকুয়া চৌমুহনীর একটি হোটেলে সংবাদকর্মী মোহাম্মদ ফারুককে এ হুমকি দেন টইটং ইউনিয়ন পরিষদের দফাদার নুরুচ্ছবি।
সংবাদকর্মী মোহাম্মদ ফারুক বলেন, গত ৩মার্চ রাতে ইউনিয়নের পেন্ডার পাড়া এলাকায় এক বৃদ্ধা মহিলাকে মারধর করে হত্যার সংবাদে সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যাই। এসময় নিহত পরিবারের সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করে উপস্থিত সংবাদকর্মীদের জবানবন্দি দেন। যা উপস্থিত সংবাদকর্মীরা রেকর্ড করেন। এতে তারা স্পষ্ট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান জাহেদের নির্দেশে গ্রামপুলিশ সদস্যরা এ হত্যাকান্ড ঘটায়। কিন্তু নিহতের পরিবার খুনীদের সাথে আতাত করে মৃত্যুর বিষয়ে থানায় কোন অভিযোগ না করে লাশ দাফন করে পেলেন। নিহতের পরিবারের বক্তব্য সহকারে প্রকাশিত সংবাদ তখন সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। এতে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান জাহেদ তার পরিষদের দফাদারকে দিয়ে আমার বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির একটি মিথ্যা মামলা দায়ের করান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।