প্রেস বিজ্ঞপ্তি :

গত ১৯ মার্চ ২০১৮ তারিখ কক্সবাজার সরকারি কলেজের পাশর্^বর্তী ভূমিদস্যু কর্তৃক লেলিয়ে দেওয়া কিছু ছাত্রলীগ নামধারী উচ্ছৃঙ্খল ছাত্র ও বহিরাগত যুবক কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালায় এবং আটককৃত ভূমিদস্যুদের মুক্তির দাবি জানায়। এসময় তারা অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সাধারণ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারিদের অবরুদ্ধ করে রাখে এবং নাজেহাল করে। তারা অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের নাম ধরে প্রাণনাশের হুমকিও দেয়। এতে কলেজের সকল শিক্ষক, কর্মচারি ও সাধারণ ছাত্র-ছাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ভূমিদস্যু কর্তৃক লেলিয়ে দেয়া এরূপ উচ্ছৃঙ্খল বখাটেদের বর্বরোচিত হামলার জন্য কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কলেজের মূল্যবান সম্পত্তি রক্ষাসহ শিক্ষক, কর্মচারি, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে।

 

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কক্সবাজার জেলা ইউনিটের নিন্দা

গত ১৯ মার্চ ২০১৮ তারিখ কক্সবাজার সরকারি কলেজের পাশর্^বর্তী ভূমিদস্যুর লেলিয়ে দেওয়া ছাত্রলীগ নামধারী কিছু উচ্ছৃঙ্খল ছাত্র ও বহিরাগত বখাটে কর্তৃক কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর ও অধ্যক্ষসহ শিক্ষকগণের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, কক্সবাজার জেলা ইউনিট। এরূপ বর্বরোচিত হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছে। সাথে সাথে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজের মূল্যবান সম্পত্তি রক্ষাসহ শিক্ষক, কর্মচারি, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।