নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারি কলেজ শাখার কমিটি স্থগিত করা হয়েছে। কলেজের চলমান সঙ্কট নিরসন, কলেজ প্রশাসনের সাথে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যকার সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে কমিটি স্থগিত করা হয়েছে। একই সাথে ওইসব ঘটনাবলীর সঠিক তথ্য উদঘাটনে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে ছয় (৬) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে রিপোর্ট জেলা ছাত্রলীগ সভাপতি/সম্পাদক বরাবরে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্য বৃন্দ যথাক্রমে–– সহ-সভাপতি : ইসমাইল সাজ্জাদ সাংগঠনিক সম্পাদক : আব্দুল মজিদ সাংগঠনিক সম্পাদক : নাজমুল হাসান শাকিল দপ্তর সম্পাদক : শাহ নিয়াজ স্কুল বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান মুন্না উপ-দপ্তর সম্পাদক : মইন উদ্দীন
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।