সংবাদ বিজ্ঞপ্তি:
চট্রগ্রাম ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. এসএম মনির উজ-জামানের সাথে কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সৌজন্য সাক্ষাত হয়েছে।

১৮ মার্চ চট্রগ্রামের কুলশিথানাস্থ ডিআইজি কার্যালয়ে উক্ত সৌজন্য সাক্ষাত হয়।

কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের পক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উক্ত সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

প্রতিনিধি এই দলে ছিলেন কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, সাধারণ সম্পাদক অমর বিন্দু বড়ুয়া অমল, সাংগঠনিক সম্পাদক বিপক বড়ুয়া বিটু, রাজু বড়ুয়া ও কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদ রামু উপজেলা শাখার সভাপতি এমইউপি রিটন বড়ুয়া।

সাক্ষাতকালে ডিআইজি ড. এসএম মনির উজ-জামানকে কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

একান্ত এই সাক্ষাতে ডিআইজি ড. এসএম মনির উজ-জামান রামু তথা কক্সবাজার জেলার বৌদ্ধদের নিরাপত্তা, সার্বিক পরিস্থিতি এবং প্রশাসনিক তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং রামু তথা কক্সবাজার জেলায় প্রশাসনিক সর্বোচ্চ তৎপরতা জারি রাখায় ডিআইজি ড. এসএম মনির উজ-জামানকে আন্তরিক ধন্যবাদ জানান।