প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার জরুরী বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগ নেতৃবন্দ বলেন আওয়ামীলীগ ক্ষমতার থাকলে এদেশের মানুষের আশা আকাক্ষা পরিপূর্ন হয়। ৭০ এ বিজয় লাভ করে জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছে। ৭৩ এ বিজয় লাভ করে যুদ্ধ বিধবস্ত দেশকে পূর্ণ: গঠন করা হয়েছে। ৯৬ এ বিজয় লাভ করে খাদ্য স্বয়ং সম্পূর্নতা অর্জন করেছে। ২০০৮ সালে বিজয় লাভ করে অর্থনোতিক সমৃদ্ধি এসেছে। ২০১৪সালে বিজয় লাভ করে দেশ মধ্যম আয়ের দেশ তথা স্নানশীল দেশ হিসাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি লাভ করেছে। ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গড়তে হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ জাতির জনকের ৯৯তম জন্ম দিবসে দেশ উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।সভায় ২১ মার্চ জননেত্রী শেখ হাসিনার পটিয়ার জন সভায় যোগদানের সিদ্ধান্ত হয়। ২০-২৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি লাভ করায় জেলা ব্যাপী বিভিন্ন উৎসব/সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয় । জেলার সকল ইউনিয়ন উপজেলার ও পৌরসভার সমূহে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান ব্যাপক ভাবে শুরু করায় সিদ্ধান্ত হয় । ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস মহাযোগ্য মর্যদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি এড: সিরাজুল মোস্তফার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের মন্ত্রালনায় দলীয় কাযালয়ে অনুষ্টিত জরুরী বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, এড.এ,কে আজেদ হোসেন, আশেক উল্লাহ রফিক এম,পি, এড: রনজিত দাশ, মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, নাজনীন সরওয়ার কাবেরী কানিজ ফাতেমা আহমদ, এডঃ আব্বাস উ্িদ্দন চৌধুরী , এম,এম কামাল ইঞ্জি: বদিউল আলম, এড: আয়াছুর রহমান, নুরুল আবছার চেয়ারম্যান, ডা: মাহবুবুর রহমান, খোরশেদ আলম কুতুবী, এইচ, এম, ইউনুচ বাঙালী, নসরাত জাহান মুন্নী, কাজী মোস্তাক আহমদ শামীম, হেলাল উদ্দিন কবির,ড: নুরুল আবছার, এম,এ, মনজুর, আবু তাহের আজাদ, জেলা আওয়ামীলীগ সদস্য আদিল উদ্দিন চৌধুরী, শফিউল আলম, মেয়র মকছুদ মিয়া,এড: আদ্দু রউক ,রশিদ আহমদ, জি: এম, কাশেম, বদরুল হাসান মিল্কী,

টেকনাফ উপজেলা সভাপতি, অধ্যাপক মো: আলী, চকরিয়া উপজেলা সভাপতি জাফর আলম, উখিয়া উপজেলা সভাপতি অধ্যাপক হামিদুল হক চৌধুরী, গিয়াস উদ্দীন চৌধুরী, বাবু উজ্জল কর, নুরুল বশর, জাহাঙ্গীর কবির চৌধুরী, জাহেদুল ইসলাম লিটু, আতিক উদ্দীন চৌধুরী।