শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :

চট্টগ্রামের মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ১৮ হাজার টাকার জাল নোটসহ কক্সবাজার সদরের ঈদগাঁওয়ের ২ জন জাল নোট পাচারকারী আটক হয়েছে।রবিবার (১৮ মার্চ) বিকাল ৪ ঘটিকায় সময় চট্রগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানের নেতৃর্ত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বন্দর থানার ঈশান মিস্ত্রির হাট,মধ্যম হালিশহরস্হ নিউ ক্যাফে মালেক হোটেল এন্ড বিরানী হাউসে অভিযান চালিয়ে জালনোটসহ উক্ত পাচারকারীদেরকে আটক করে।আটককৃতরা হলেন,মোঃ সাগর(২৪) পিতা-দীন মোহাম্মদ,মাতা-নুর বেগম, গ্রাম-তেলিপাড়া,ঈদগাঁও বাজারের পশ্চিম পাশে,থানা-কক্সবাজার ও জেলা কক্সবাজার।মোঃ মিজানুর রহমান (২৬), পিতা-মৃত খোরশেদ আলম, মাতা-ছলমা খাতুন,সাং জাগির পাড়া,ঈদগাঁও, থানা ও জেলা-কক্সবাজার।
চট্রগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে জাল টাকার কারবার করার জন্য পলাতক আসামী নবী হোসেন(৪২), পিতা-মৃত আমির হোসেন, সাং-ঈদগাঁও, তেলিপাড়া, থানা ও জেলা-কক্সবাজার এর নিকট থেকে ৫০০০/- টাকার বিনিময়ে উল্লেখিত জাল নোট সমূহ ক্রয় করেছে এবং অধিক মূল্যে জাল টাকার নোট সমূহ খাঁটি বলে বিক্রয় করার জন্য বর্ণিত স্থানে অবস্থান করছিল মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত এবং পলাতকদের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।