উন্নয়ন  তুলে ধরে নৌকার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে যুবলীগকে : আতাউর রহমান আতা

বার্তা পরিবেশক :

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তারুণ্যের নির্ভর ও মুক্তিযুদ্ধের চেতনায় শেখ ফজলুল হক মনি আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে যুবলীগ একটি সু-শৃংখল যুব সংগঠন হিসাবে বাংলার যুব সমাজের মাঝে সেতুবন্ধন সৃষ্টি করে আসছে। কক্সবাজার জেলা যুবলীগের সম্মেলন ও কাউন্সিল হবে কক্সবাজারের যুব সমাজের সেতুবন্ধন। আতাউর রহমান আতা বলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে বাংলাদেশ আজ উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ শেখ হাসিনার উন্নয়নশীল দেশে রূপান্তর হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়ন জনগণের কাছে তুলে ধরে নৌকা প্রতিকের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে যুবলীগকে।

গতকাল সোমবার (১৯ মার্চ) বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহামুদুল হক বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন হবে বাংলাদেশে অস্তিত্ব রক্ষার নির্বাচন। এখন আবারো সময় এসেছে আগামী নির্বাচনে দূর্নীতিবাজ খালেদা জিয়ার বিএনপি-জামায়াতদের প্রত্যাখান করার। তিনি বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশের জনগণ নিরাপদ আছে এবং আগামীতেও নিরাপদ থাকবে। যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমির হোসেন গাজী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আগামী ২৯ মার্চ কক্সবাজার জেলা যুবলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে অনেকেই বিভ্রান্ত সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। তাদের ব্যাপারে কক্সবাজারের যুব সমাজকে সজাগ থাকতে হবে। যুবলীগের সহ-সম্পাদক হাবিবুর রহমান পবন আগামী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সু-শৃংখল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি মো: খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এড. রনজিত দাশ, জেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কুতুবী। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো: মাহাবুবুর রহমান চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি এড. এইচএম শহীদ উল্লাহ চৌধুরী, শহীদুল হক সোহেল, আবুল কালাম, জিএম আবুল কাশেম, সোহেল আহমদ বাহাদুর, যুগ্ন-সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ, মাহবুবুর রহমান মাহাবুব, বাবুল ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ ইফতেকার, সুলতান মাহমুদ চৌধুরী, জাফর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজ আহমদ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক নুপুর পাল, সহ-দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল, সহ-অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন, শিক্ষা-প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক অধ্যাপক আব্দুর রহিম, সহ-শিক্ষা-প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক নুরুল হক চৌধুরী, আইন-বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরিদুল আলম, সহ-স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান বাচ্চু, সহ-জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক পলক বড়ুয়া (আপ্পু), তথ্য ও গবেষণা সম্পাদক নজির আহমদ সীমান্ত, ক্রীড়া সম্পাদক বেদারুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক লুৎফুর রহমান আজদ (লুতু), জেলা যুবলীগ নেতা, মীর মোহাম্মদ আবুল কালাম, আসাদুল্লাহ চৌধুরী, তপন কান্তি দাস, স্বরুপম পাল পাঞ্জু, বেন্টু দাশ, কামাল উদ্দিন, বদিউল আলম আমির, তাজ উদ্দিন সিকদার তাজমহল, অমর দাশ, শফিকুল ইসলাম,

রামু উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, পৌর যুবলীগের আহবায়ক শোয়েব ইফতেকার, যুগ্ন-আহবায়ক ডালিম বড়ুয়া, আছাদ উল্লাহ, শাহেদ মোঃ এমরান, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেকার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নূর হোসেন চেয়ারম্যান, চকরিয়া শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: বারেক, মহেশখালী যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুগ্ন-আহবায়ক শেখ কামাল, সেলিম উদ্দিন সেলিম, কুতুবদিয়া যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিক, চকরিয়া পৌর যুবলীগের সভাপতি হাসাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল।