সিবিএন:
কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ক্রিড়াসংগঠক আমিনুল ইসলাম মুকুলকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে কক্সবাজার শহরের ৫৩ টি ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রয়েছে।
সব দোকানে স্বেচ্ছায় তালা লাগিয়ে রেখেছে ব্যবসায়ীরা।
সোমবার (১৯ মার্চ) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি শুরু হয়েছে।
তাদের নেতার মুক্তি না দেয়া পর্যন্ত ঘরে ফিরবেনা বলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানায়।
রবিবার দিবাগত রাত ১২ টার দিকে শহরের নুরপাড়াস্থ বাড়ী থেকে সদর থানার পুলিশ ব্যবসায়ী নেতা আমিনকে গ্রেফতার করে।
কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সহ-সভাপতি রফিক মাহমুদ বলেন, বাবুর্চি সমিতির আয়োজিত একটি মাহফিল শেষে বাড়ি ফেরার পথে তাকে গ্রেফতার করে পুলিশ।
কোন মামলায়, কিসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে? তা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। অনতিবিলম্বে আমরা ব্যবসায়ী নেতা আমিনুল হক মুকুলের মুক্তি চাই।
এদিকে জনপ্রিয় নেতা আমিনুল ইসলাম মুকুলকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন- নুরপাড়ার বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব ডা. মোহাম্মদ আমিন, কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও এ.ছালাম মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ, ফিরোজা শফিং ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মন্নান, হকার্স মার্কেট সমিতির যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন সুমন, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি ঝন্টু ধর, ক্রুকারিজ সমিতির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, মেট্রেস ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমদ, পাদুকা সমিতির সভাপতি নুরুল আলম প্রমুখ।