প্রেস বিজ্ঞপ্তি :
আজ বিকাল ৪টায় ঐতিহ্যবাহী বাহারছড়া গোল চক্কর মাঠকে ভিতরে সম্পূর্ন উন্মুক্ত রেখে খেলার মাঠ হিসেবে রাখার দাবীতে বিগত কয়েক সপ্তাহ যাবৎ আন্দোলনের ফলফসূতে জেলা আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা জাসদের সভাপতি নাইমুল হক চৌধুরী টুটুল, এতিহ্যবাহী বাহারছড়া গোল চক্কর খেলার মাঠ রক্ষা কমিটির সদস্য সচিব নুর বখত কাজল এর নেতৃত্বে বাহারছড়ার নেতৃবৃন্দের সাথে ফলপ্রসু ও সফল আলোচনা হয়েছে। আলোচনায় নেতৃবৃন্ধের সাথে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে, আন্দোলনকারীদের দাবীর প্রেক্ষিতে ঐতিহ্যবাহী বাহারছড়ার গোলচক্কর মাঠকে মাঠের চর্তুদিকে হাফ ওয়াল করে উপরে গ্রীল লাগিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে ভেতরে সম্পূর্ণ খালি জায়গাকে জানাযার মাঠ, খেলার মাঠসহ নানাবিধ কাজে ব্যবহার করার জন্য উম্মুক্ত রাখা হবে এবং উত্তর ও পূর্ব অংশে প্রবেশ পথ থাকিবে। চারিদিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ অংশে চারদিকে হাটাচলার পথ, মাঝে মাঝে বসার বেঞ্চ ও চারিদিকে পর্যাপ্ত গাছপালা লাগানো হবে। রক্ষনাবেক্ষণ এর জন্য একটি গার্ড রুম ও থাকিবে এবং মাঠের দক্ষিণ পশ্চিম পার্শ্বে আলাপ আলোচনা সাপেক্ষে পুরুষ ও মহিলাদের জন্য দুইটি টয়লেট স্থাপন করা হবে উপস্থিত নেতৃবৃন্ধের সাথে আলাপ আলোচনাক্রমে ও সর্বসম্মতিক্রমে উল্লেখিত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য গৃহিত হওয়ায় আন্দোলনকারীদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ও গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানানো হয় একই সাথে আন্দোলনকারীদের পক্ষ থেকে বৃহত্তর বাহারছড়া ছাত্র, যুব ও মুরব্বীদের প্রতি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকায় আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। উক্ত প্রতিনিধি দলের সাথে ছিলেন যথাক্রমে কাউন্সিলার রফিকুল ইসলাম, কাউন্সিলার কোহিনুর ইসলাম, আলহাজ্ব সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক বাহারছড়া সমাজ কমিটি, সামসুল আলম সহ-সভাপতি সমাজ কমিটি, মোহাম্মদ হোসইন মাসু সভাপতি শহর জাসদ, কামরুল ইসলাম কাজল ভারপ্রাপ্ত সভাপতি বাহারছড়া জামে মসজিদ, কামাল উদ্দিন সভাপতি শহর জাতীয় পার্টি, শ্রমিক নেতা শাহাজাহান বাপ্পি, সেলিম বহদ্দার সদস্য বাহারছড়া সমাজ কমিটি, যুব নেতা মাহাবুবুর রহমান মাবু, কফিল উদ্দিন, নুরুল আবছার সুমন, মোঃ হোসাইন মাসুন, ফারুক আজম (ফারুক), জয়নাল আবেদীন, আবদু শুক্কুর, জালাল আহমদ, নয়ন খান সহ প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।