সিবিএন ডেস্ক :

কক্সবাজার রেফারী এসোসিয়েশনের সদস্য ফুটবল মাঠের অন্যতম রেফারী ওমর ফারুক মাসুম সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুর ১ টায় রামু চৌমুহনীর আলমাসিয়া হোটেলের সামনে প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। তিনি রামু মন্ডল পাড়ার মৃত অলি আহাম্মদের ছেলে। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডাক্তাররা বলেছেন উনার পিঠে এবং বাম হাতে গভীর ভাবে দা বা ছরি দিয়ে জখম করা হয়েছে এতে তার শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। আশংকা জনক অবস্থায় হাসপাতালের বেডে থাকা ফুটবল রেফারী ওমর ফারুক মাসুম বলেন,আমি ফতেখারকুল ইপি চেয়ারম্যানে নির্দেশে কিছুদিন আগে একটি ভ্যান থেকে রামু মন্ডল পাড়ার গফুর নামের এক ব্যাক্তির স্টিকার নিয়ে ফেলেছিলাম সে বিষয় নিয়ে প্রভাবশালী গফুর আমার স্ত্রী সহ কয়েক জনের নামে একটি মিথ্যা মামলা ও করেছিল। আমরা সেটা আইনী ভাবে মোকাবেল করছিলাম কিন্তু গতকাল ১৮ মার্চ দুপুর আমি রামু চৌমুহনিতে আসলে পূর্ব পরিকল্পিত ভাবে গফুরের ছেলে মোহাম্মদ আকিব (২৪) আমাকে পেছন থেকে লম্বা কিরিচ দিয়ে পিঠে এবং হাতে আঘাত করে সেখানে আমি লুটিয়ে পড়লে রামু পলক বড়ুয়া আপ্পু আমাকে উদ্ধার করে হাসপাতালে আনে। এদিকে সদর হাসপাতালের সার্জারি বিভাগের ইর্টাণ ডাক্তার আতাউল ইসলাম বলেন,মাসুম নামের রোগি দুপুরে যখনআনা হয় তখন খুব খারাপ অবস্থা ছিল। পরে উনাকে জরুরী ভিত্তিতে অপারেশ রুমে নিয়ে গিয়ে সর্বোচ্চ সেবা দেওয়া হয়েছে। উনাকে পিঠে এবং হাতে মারাত্বক আঘাত করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে সে জন্য আলাদা রক্ত দিয়ে হয়েছে। এদিকে রামুর কয়েক জনের সাথে আলাপ কালে জানা গেছে মূলত মাসুমকে বলী বানানো হয়েছে। রামু ফতেখারকুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফরিদুল আলম এবং আলহাজ গফুর আপন ভায়রা তাদের ব্যাক্তিগত বিরুধের জেরে মাসুমের উপর হামলা করেছে গফুরের ছেলে আকিব। মাসুম খুব শান্ত ছেলে তার উপর হামলা খুবই ন্যাক্কার জনক।

এ ব্যপারে রামু ফতেখারকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বলেন,আকিব একজন মাদকাসক্ত ছেলে সে পূর্ব পরিকল্পিতভাবে নিরিহ মাসুমের উপর হামলা করেছে। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে মাসুমের পরিবার। এদিকে ফুটবল রেফারী মাসুমের উপর হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীতে দ্রতু আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি শাহজাহান আনচারী,জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি সাংবাদিক এম আর মাহবুব সহ সভাপতি মাহাবুবুর রহমান,সাধারণ সম্পাদক আহসান সুমন,ফুটবল রেফারী এসোশিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী প্রমুখ।