প্রেস বিজ্ঞপ্তি :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিনে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার শহর শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতির জনকের জন্মদিন আয়োজন ও বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনকে বেলুন দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী রাসেল আহমেদ নোবেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর ছাত্রলীগ সভাপতি হাসান ইকবাল রিপন এবং সঞ্চালনা করেন শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আজম, পরিশেষে বেলুন, রঙ বেরঙ্গের পেষ্টুন ও ব্যানার সহকারে দলীয় নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে র্যালীটি শেষ হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।