এম.মনছুর আলম,চকরিয়া:
কক্সবাজার চকরিয়ায় জাতীয় দৈনিক পত্রিকা “ জনতা ও দি-ফাইনান্স্যসিয়াল এক্সপ্রেস পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি ও চকরিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মো: আবদুল মতিন চৌধুরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।শুক্রবার(১৬মার্চ) রাত ৯টায় দিকে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের ভাঙ্গারমুখ মৌলভীরকুম ষ্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।আহত সাংবাদিক মতিন চকরিয়া পৌর শহরের ৮নং ওয়ার্ডের মজিদিয়া মাদরাসা সংলগ্ন কোচপাড়া এলাকার মরহুম মৌলানা রফিক আহমদের প্রথম পুত্র।
সুত্রে জানাগেছে, শুক্রবার রাত ৯টার দিকে সাংবাদিক মতিন চকরিয়া পৌরশহরের চিরিংগা ষ্টেশন থেকে ব্যাক্তিগত ও পেশাগত দায়িত্ব পালন করে টমটম গাড়ী যোগে মৌলভীরকুমস্থ নিজ বাসভবনের ফেরার পথে একটি গাছ ভর্তি ট্রাকের সংঘর্ষে ঘটে।এসময় টমটমের রঢের আঘাতে তার মাথায় গুরুতর আহত হয়।স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া ইউনিক হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।এদিকে মতিনের দুর্ঘটনার সংবাদ পেয়ে ক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথসহ সাংবাদিকরা তাকে দেখতে ছুটে যান।দুর্ঘটনায় পতিত গাড়ী দুটি জব্ধ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।