প্রেস বিজ্ঞপ্তি॥
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে এক বৈঠকে মিলিত হয়েছে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।শুক্রবার রাত ৮টার দিকে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আলী জিন্নাত, সাধারণ সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর, কর্মকর্তা মোর্শেদুর রহমান খোকন, শহীদুল্লাহ কায়সার, ওয়াহিদুর রহমান রুবেল, মোহাম্মদ ইমাম হোসেন শফিক, আমিরুল ইসলাম মোহাম্মদ রাসেদ, সাংবাদিক শাহ নিয়াজ, মোহাম্মদ ফারুক, ফাতেমা আকতার মার্টিন, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ রাসেল, দিদারুল ইসলাম কাজল, অসীম বডুয়া প্রমুখ।
সৌজন্য সাক্ষাত ও বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ কক্সবাজারে বিরাজমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শেষে নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।