নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১২জন আসামীকে আটক করেছে পুলিশ। ১৫মার্চ ভোর ৬ টা থেকে ১৬মার্চ ভোর ৬ টা পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশন ) মো. মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. খায়রুজ্জামান, এসআই মাজেদুল ইসলাম,এসআই আতিকুর রহমান, এসআই মনির হোসেন, এসআই আকাশ, এসআই আনোয়ার হোসেন, এএসআই মো. আবুল হাসান এএসআই মো. দেলোয়ার হোসেনসহ পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১২জন আসামীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদরের ভারুয়াখালী সাবেক পাড়া এলাকার খুইল্যা মিয়ার ছেলে সালাহ উদ্দীন (২৫), খুরুশকুল কুলিয়া পাড়ার মৃত দানু মাঝির ছেলে মো. আলী আকবর, পৌরসভা মোহাজের পাড়া এলাকার মো. রমজান আলীে ছেলে হাবিব উল্লাহ, নতুন বাহারছড়া এলাকার নাজির আহমদের ছেলে নুরুল হক, ঈদগাঁও সিকদার পাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে রাসেল, মাইজ পাড়া এলাকার জাবের সওদাগরের ছেলে মো. জসিম উদ্দীন, উত্তর হাজী পাড়া এলাকার মো. ঈসমাইলের ছেলে মাহবুল করিম প্রকাশ গুরা পুতু, বিজিবি ক্যাম্প পল্যাইন্যা পাড়া এলাকার মো. আমিরের ছেলে মো. জয়নাল প্রকাশ রুবেল, পানবাজার রোড এলাকার হাজী সুলতান আহমদের ছেলে মনজুর আলম, মোহাজের পাড়া এলাকার মো. কামালের স্ত্রী জয়নাব বেগম, ঝিলংজা উত্তর হাজী পাড়া এলাকার হাজী আবদুল জলিলের ছেলে সালামত উল্লাহ, পৌরসভার বৈদ্যঘোনা এলাকার আবুর হাসেমের ছেলে আবু তাহের।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে। এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে। ধৃতদেরকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।