হারুনর রশিদ,মহেশখালী :
মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নে বাস্তবায়ন হতে যাওয়া মেগা প্রকল্প মাতারবাড়ী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক সহ ভিভিন্ন ক্যাটাগরীতে স্থানিয় লোকদের নিয়োগ দানের দাবীতে শুক্রবার ১৬ মার্চ বিকাল ৫ টায় মাতারবাড়ী সাইরার ডেইল বাজারে এক শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। মাতারবাড়ী শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত উক্ত সমাবেশ; মাতারবাড়ী কৃষকলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিমের পরিচালনায় ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৈহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মাষ্টার মোহাম্ম উল্লাহ। প্রধান অতিথি বক্তব্যে দানকালে বলেন, ঘুষের টাকা না দিয়ে ক্ষতিপূর্রণের টাকা দিতে হবে। এলাকার বাহির থেকে শ্রমিক আনা বন্ধ করে মাতারবাড়ীর মানুষকে শ্রমিকসহ বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি দিতে হবে। তিনি আরোও বলেন, ১২ শ শ্রমিকের তালিকা প্রকাশ করা হয়েছে। ওখান থেকে শ্রমিক নিয়োগ দিতে হবে। ক্ষতিপূরণের টাকা না দিয়ে নানা টালবাহানা শুরু করেছে সংশিষ্ট কর্তৃপক্ষ। দাবী আদায় না হলে মাতারবাড়ী বাসীকে সাথে নিয়ে কাজ বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে জনগনের দাবী আদায়ে জেলে যেতে প্রস্তুত রয়েছি। প্রধান বক্তার বক্তব্য রাখেন, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুছালেহ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবদু রহিম। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজুল করিম, ডাক্তার সাহাব উদ্দিন, ইউপি সদস্য হামেদ হোছাইন, ছাত্রলীগ নেতা মোঃ আজিজ,শ্রমিক নেতা মোঃ আশেক প্রমূখ। এসময় বক্তরা আরোও বলেন, দেশের স্বার্থে ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ভালবেসে মাতারবাড়ী বাসী তাদের শেষ সম্বলটুকু দিয়ে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করে দিয়েছে। আয়ের প্রধান উৎস হারিয়ে আজ হাজারো মানুষ বেকার হয়ে পড়েছে। তারা আরো বলেন আমাদের জায়গা জমিন নিয়ে এদেশের সিংহভাগ বিদ্যুৎ উৎপাদন হবে, আলোকিত হবে বাংলাদেশ, পাল্টে যাবে কক্সবাজারের চেহারা, এই এলাকায় গড়ে উঠবে বড় বড় অট্টালিকা, আর সে অট্টালিকায় বসবাস করবে বিদেশী সাদা সাদা মানুষরা; কিন্তু বিনিময়ে আমাদের কি হবে ? এ প্রশ্ন এখন মাতারবাড়ী প্রতিটি মানুষের। বক্তারা আরো বলেন আমাদের শেষ সম্ভলটুকু দিয়ে এদেশের ষোল কোটি মানুষের উন্নয়ন হচ্ছে, অথচ এই এলাকার মানুষ গুলো বিভিন্ন এলাকায় গিয়ে কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা করছে মানুষের ধারে ধারে, অর্ধাহারে অনাহারে রয়েছে মাতারবাড়ীর হাজারো পরিবার।
আমরা মাতারবাড়ীর মানুষ উন্নয়ন চাইনা, চাই দু”মুঠো পেট ভরে ভাত।
এই এলাকার গরীব খেটে খাওয়া মানুষের পেটে লাথি মেরে প্রকল্প এলাকায় বাইরের শ্রমিক এনে কাজ করাবে তা হয় না, এটা আমরা কখনো মেনে নেব না। এখন মাতারবাড়ীর তথা সাইরার ডেইল ও মগডেইল গ্রামের মানুষের মনের ভিতর ক্ষোভের দানা বেঁধেছে, এটা যে কোন মুহুর্তে বিস্ফোরিত হয়ে কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় গিয়ে বাহিরের শ্রমীকদের সাথে সংঘর্ষে রুপ নিতে পারে। তার দায়ভার নিতে হবে কতৃপক্ষকে। বক্তারা প্রশ্ন করে বলেন-মাননীয় প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দিয়ে মাতারবাড়ীবাসী কি করবে? পেটে থাকলে পিঠে সয়। পেটে ভাত না দিয়ে সিঙ্গাপুর দিয়ে পেট ভরবেনা। স্থানিয় ভাবে যারা বেকার হয়ে পড়েছে প্রকল্পের কাজে তাদের সহ স্থানিয় যোগ্য লোকদের প্রকল্পের বিভিন্ন ক্যাটাগরীতে নিয়োগ দানের দাবী করেন এ শ্রমীক সংগঠনের নেতৃবৃন্দরা। আর এ দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলন করে প্রয়োজনে প্রকল্পের কাজ বন্ধ করে দেয়া হবে বলেও হুশিয়ারী উচ্চারন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার শত শত ত্রমীক জনতা।
ছবিরক্যাপশন- মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় শ্রমিকদের নিয়োগসহ বিভিন্ন দাবীতে বিক্ষোভ সমাবেশ এর দৃশ্য।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।