শাখাওয়াত হোছাইন, পেকুয়া:
সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করল সদ্য সরকারী ঘোষিত  পেকুয়া মডেল জি.এম.সি ইনস্টিটিউশনের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী জাহ্‌রা সুজাইর মুনা। তিনি সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৮ এ ‍”গণিত ও
কম্পিউটার”-এ পেকুয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৬সালেও একই বিষয়ে পেকুয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছিল এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর পেকুয়া উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থী। মুনা পেকুয়া উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ কম্পিউটার শিক্ষক একই বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমে এবং  শহীদ জিয়া বিএমআই কলেজের কম্পিউটার শিক্ষিকা উম্মে ছালমার মেয়ে। মুনা ভবিষতে চিকিৎসক হতে চান বলে জানিয়েছে।