রফিক মাহমুদ,উখিয়া :
উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অাবারও খুন হয়েছে। নিহত যুবক মো. হাকিম (৩০)। মো. হাকিমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে আরেক রোহিঙ্গা যুবক। খুনের সাথে জড়িত সন্দেহে একজনকে অাটক করা হয়েছে।
শুক্রবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ৪ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মো. হাকিম একই ব্লকের নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানিয়েছে, মো. হাকিমের দুই স্ত্রী। একজন বান্দরবান ও অন্যজন কুতুপালং ক্যাম্পে থাকেন। বান্দরবানে থাকা স্ত্রী গত বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্তানদের দেখতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আসেন। এ সময় একই ব্লকের রাশেদ উল্লাহর ছেলে মো. রফিক তার পরিচয় জানতে চায়। এনিয়ে দুই পরিবারে মধ্যে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির জের ধরে শুক্রবার ভোরে মো. রফিক হাতুড়ি দিয়ে পিটিয়ে মো. হাকিমকে হত্যার উদ্দেশ্যে মারক্তক ভাবে অাঘাত করে। মো. হাকিম গুরুতর অাহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পরপরই খুনি মো. রফিক পালিয়ে যায়। এই ঘটনায় জড়িত থাকার দায়ে ওই ব্লকের মাঝি শামসুকে আটক করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বলেন, হত্যার সাথে জড়িত মূল অাসামীকে গ্রেফতার ও মূল রহস্য উৎঘটনের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।