সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা-এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়াতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হেফজ বিভাগ। থাকা-খাওয়া, আসবাবপত্রসহ সকল সুযোগ সুবিধা ফ্রি দিয়ে মোট ১০জন ছাত্র নিয়ে এই হেফজ বিভাগ চালু হয়। এ উপলক্ষে ১৫ মার্চ বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল মাদ্রাসা-এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়ার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ওমর সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসেন আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ এমদাদুল ইসলাম, একরামুল হক, শফি আহমদ, মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আলহাজ্ব ছলিম উল্লাহ, মাওলানা মহিউদ্দিন, মুনির আহমদ, উসমান গাজি, ক্বারী গিয়াস উদ্দিন, মাওলানা মোঃ সুলতান, মাও. মোঃ মুছা, ইমরানুল হক, হাফেজ আকতার, মহিউদ্দিন, আফরোজা সুলতান, মাও. নুরুল কাদের রেজবী ও মহিউদ্দিন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসেন আল কাদেরী জানান, ১৯৯৪ সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপ নেয়। অল্প সময়ে প্রতিষ্ঠানটি আলিম পর্যায়ে উন্নীত হয়। প্রতিবছর এই প্রতিষ্ঠান ইবতেদায়ী, জেডিসি, দাখিল ও আলিমে শতভাগ রেজাল্ট করে সুনাম অক্ষুন্ন রেখেছে। এখানে চালু রয়েছে এতিমখানাসহ কম্পিউটার ও বিজ্ঞান শাখা। বর্তমানে হেফজ বিভাগ চালু হয়েছে। হেফজ বিভাগের যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী ও তার বেগম।