সংবাদদাতা:
টেকনাফে বন্দুক ও কার্তুজসহ নুর নাহার (৩৫) মহিলাকে আটক করেছে পুলিশ। ১৪ মার্চ বিকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে টেকনাফ সদরের পশ্চিম মহেশখালীয়া পাড়া গ্রামের সেন্ট্রাল রির্সোট এর পিছনে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।
আটক নুর নাহার পশ্চিম মহেশখালীয়া পাড়া গ্রামের আব্দুল শুক্কুরের স্ত্রী।
তার কাছ থেকে ১ টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে পুলিশের দাবী।
এ সময় স্বামী আব্দুল শুক্কুর কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, তারা স্বামী স্ত্রী দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করিয়া আসতেছে। ইয়াবা ট্যাবলেট ব্যবসাকে নির্বিঘ্ন করার জন্য উক্ত অস্ত্র ও কার্তুজ তাহাদের হেফাজতে রাখে বলে নুর নাহার স্বীকার করেছে।
ওসি জানান, গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
টেকনাফে বন্দুক ও কার্তুজসহ মহিলা আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।