রফিক মাহমুদ , উখিয়া :

উখিয়া উপজেলার, রত্নাপালং ঝাউতলা এলাকার বাসিন্দা নুরুল হাসেম হত্যাকারীরা নিজ ঘরে তালা লাগিয়ে পালিয়ে বেড়াচ্ছে ।
গত ৩ দিন ধরে  উপজেলার বালুখালী পশ্চিম পাড়া এলাকার প্রবাসী শামশুল অালমের মেয়ে আকলিমা ও তার স্বপরিবার ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে গেছে।
হত্যাকারীরা পালিয়ে যাওয়ায় নুরুল হাসেমকে পরিকল্পিত ভাবে হত্যা করার অারও স্পষ্টতা হয় বলে নুরুল হাসেম অাত্নিয়স্বজনরা দাবী করছে। অার তারা হত্যার সাথে জড়িত না তাকলে কেনই বা ঘরে তালা লাগিয়ে পালিয়ে যাবে?
নিহত নুরুল হাসেমের ভাই ইমরান দাবী করছেন, আকলিমা ফোন করে অামার ভাইকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে আকলিমা, তার অাত্নিয়স্বজন অার চাচা ডা. ফরিদ মিলে তাদের ঘরের ভেতরে পরিকল্পিত ভাবে হত্যা করে। মারাক্তক ভাবে অাঘাত করে তারা। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে অাঘাতের চিহ্ন অাছে।
তিনি অারও বলেন, অামার ভাইয়ের মৃত্যু নিশ্চিত করে আকলিমার বাবা নিজেই স্থানীয় মেম্বারের কাছে নিয়ে যায়।
পরে ২ জনে মিলে নুরুল হাসেমের লাশ সিএনজিতে তুলে দেয়। তখন নুরুল হাসেমের নাক দিয়ে রক্তপাত হয়। যা সিএনজি চালক নিজেই নিহত হাসেমের ভাই ইমরানকে বলেছেন বলে তিনি জানান।
উল্লেখ্য গত ১২ মার্চ উখিয়ার বালুখালী নিজ শ্বাশুড় বাড়িতে খুন হয় কোটবাজার ঝাউতলা এলাকার বজলুর রহমানের ছেলে নুরুল হাসেম।