হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম মনিরুল ইসলামের মৃত্যুতে রামু, নাইক্ষ্যংছড়ি ও চকরিয়া উপজেলায় শোকের মাতম চলছে। এরই মধ্যে প্রয়াত প্রধান শিক্ষককে সম্মান জানিয়ে ‘সম্মিলিত যুব সমাজের’ ব্যানের গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ১৬ মার্চের হাজারো যুবকের উৎসব স্থগিত করা হয়েছে। উৎসবের উদ্যোক্তা বিশিষ্টি সমাজ সেবক ইস্কান্দর মির্জা নিজের ফেসবুক এ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে গতকাল রাতে ইস্কান্দর মির্জা বলেন, মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকার প্রত্যয় নিয়ে- ১৬ মার্চ হাজারো যুবকের অংশ গ্রহনে এই উৎসব হওয়ার কথা ছিল। সব ধরনের প্রস্তুতিও সমাপ্ত হয়েছিল। তবে প্রিয় প্রধান শিক্ষক এএইচএম মনিরুল ইসলামের মৃত্যুর কারণে সবার সম্মতি নিয়ে উৎসব সাময়িকভাব স্থগিত করা হয়েছে। উৎসবের তারিখ পরবর্তিতে জানিয়ে দেওয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।